এখনকার দিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পর বা রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রায় সবাই হোয়াটসঅ্যাপ চেক করেন। ছবি, ভিডিও বা ডকুমেন্ট পাঠানোর জন্য এটি সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম। তবে কিছু ভুলের কারণে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে, এবং এর ফলে আপনার মূল্যবান অ্যাকাউন্টও হারাতে পারেন।
হোয়াটসঅ্যাপ হেল্প সেন্টার জানিয়েছে, ব্যবহারকারীদের অ্যাকাউন্ট তখনই বন্ধ করা হয় যখন তারা নীতিবিরুদ্ধ কিছু করেন। অনেক সময় ব্যবহারকারীরা সচেতন না হয়ে এসব ভুল করে বসেন। এমন কিছু ভুল থেকে দূরে থাকতে সতর্ক হওয়া উচিত, যা আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা বিপন্ন করে তুলতে পারে।
একটি সাধারণ ভুল হলো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা, যেমন হোয়াটসঅ্যাপ ডেল্টা, জিবিওয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ প্লাস। এই অ্যাপগুলো হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ নিষিদ্ধ করেছে, তাই এগুলো ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া কাউকে হুমকি দেওয়া, অন্যের পরিচয়ে মেসেজ করা কিংবা একের পর এক মেসেজ পাঠানোর মতো আচরণও নিষিদ্ধ হতে পারে।							
														
							   								
            		     
                             
  
  
                                             
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
								 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					